কক্সবাজার-টেকনাফে হঠাৎ করেই বেড়েছে ইয়াবা পাচার। অপরদিকে সম্প্রতি আইনশৃংখলা বাহিনীর অভিযান শিথিল থাকায় এলাকায় ফিরছে কারবারিরা। ফলে আবারও বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা। এদিকে হ্নীলা সীমান্ত দিয়ে মাদকের চালান অনুপ্রবেশের সময় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২লাখ ২৬ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে। আটক করতে পারিনি কাউকে।
সুত্র জানায়, ১০ অক্টোবর (শনিবার) দিবাগ গভীর রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ন্যাচার পার্ক পয়েন্ট বরাবর নাফনদীতে অভিযানে যায়। কিছুক্ষণ পর ২টি নৌকা নিয়ে ৪/৫জন লোক শূণ্যরেখা অতিক্রম করলে মাদক কারবারীরা বিজিবিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। বিজিবি জওয়ানেরা সরকারী সম্পদ এবং আত্ক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারীরা ভীত হয়ে নদীতে লাফ দেয়।
পরে পেছনে থাকা ইঞ্জিন বোটে করে পালিয়ে যায়। পরে দীর্ঘ সময় পর্যন্ত বিজিবি নাফনদীতে স্পীডবোট টহল চালিয়ে কাউকে আটক করতে পারেনি তবে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকা তল্লাশী করে ৩টি বস্তা উদ্ধার করা হয়। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে মালিক বিহীন ২লাখ ২৬হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
জব্দকৃত এসব মাদক পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।