বাগেরহাটের ফকিরহাটে ২৫ বছর বয়সী এনজিওকর্মীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে ফকিরহাটের জারিয়া মাইট কুমড়া এলাকায় অভিযান চালিয়ে মামুন নামে ওই ভ্যানচালককে আটক করা হয়।
এর আগে, সকালে চারজনের বিরুদ্ধে গণধর্ষণ ও ভিডিও ধারণের কথা উল্লেখ করে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী এনজিওকর্মী।
অপর অভিযুক্তরা হলেন- জারিয়া মাইট কুমড়া এলাকার রাজমিস্ত্রি ফিরোজ, দিনমজুর মুসা ও ভ্যানচালক রাজু।
বাগেরহাটের এসপি পঙ্কজ চন্দ্র রায় বলেন, এনজিওকর্মীর অভিযোগ পাওয়ার পর জারিয়া মাইট কুমড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্যানচালক মামুনকে আটক করা হয়। এ সময় মামুনের কাছ থেকে সংশ্লিষ্ট ভিডিওসহ একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, ওই নারী যে বাড়িতে ভাড়া থাকেন, তার কক্ষের পাশে এক ছেলে শিক্ষার্থী ভাড়া থাকতেন। অভিযুক্ত চার ব্যক্তি শনিবার রাতে ওই নারীর ঘরে ঢোকে। ছেলে শিক্ষার্থীর সঙ্গে ওই নারীর অনৈতিক সম্পর্ক রয়েছে বলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন তারা। একপর্যায়ে তারা ওই নারীকে ধর্ষণ করেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র,ডেইলী বাংলাদেশ