রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে।
গত ২৪ ঘন্টায় (১১/১০/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৮ জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১২ জন, রাজপাড়া থানা-০৮ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০৫ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০২ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০২ জন ও ডিবি পুলিশ-০৫ জনকে আটক করে। যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ মোস্তাফিজার রহমান (৪০)কে ২০ বোতল ফেন্সিডিল সহ আটক করে, (২) মোঃ রনি (৩৪)কে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (৩) মোঃ শান্ত (২৩)কে ০৭ গ্রাম হেরোইন সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ মারুফ হোসেন (১৯)কে ১২ গ্রাম হেরোইন সহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ (১) মোঃ সাহাদুল হক (২৮)কে ৫১ গ্রাম গাঁজা সহ আটক করে, (২) মোঃ লিটন শ্যাম্পু লিটন (৩৫), (৩) মোঃ সাগর শেখ (২৮)দ্বয়কে ১০ গ্রাম হেরোইন সহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ এনামুল হক (৫০), (২) মোঃ আব্দুল হালিম (৩৯)দ্বয়কে ০৫ লিটার চোলাইমদ সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) ঝর্ণা মাড়ান্ডী (২০)কে ৪৫ লিটার চোলাইমদ সহ আটক করে। দামকুড়া থানা পুলিশ (১) মোঃ ইসমাইল (৩৫)কে ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ আঃ ছাত্তার (৪২)কে ১০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ আরমান মিয়া (২২)কে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ মইদুল ইসলাম (২০), (৩) মোঃ সাদ্দাম (৩২)দ্বয়কে ২৮ গ্রাম হেরোইন সহ আটক করে, (৪) মোঃ সুমন (২৮)কে ১০ গ্রাম হেরোইন সহ আটক করে, (৫) মোঃ ইরান (২৪)কে ৩১ গ্রাম হেরোইন সহ আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।