এম জসিম উদ্দিনঃ
আমিও বদলে যেতে চাই —
পৃথিবীর রং বদলাই,মানুষ,প্রকৃতি,সময়
তুমি ও তোমাদের পরিবর্তন দেখি।
পুরুনো ভালোবাসা,নতুন সম্পর্ক, এমনকি
জনে জনে বদলাই,আমি ও বদলে যেতে চাই।
একটু স্বার্থপর হলে দূষের কি?
এককাপ ভালোবাসাকে কতো ভাগ দেবো
একমুঠো স্বপ্নে আর কতো রং মেশাবো।
একটু আড়ালে গেলেইতো দেখতে পাই
গিরগিটি জীবনে মানুষের সভ্যতার আদীরুপ,
ইদুর স্বভাবের মন কুচিকুচি করে হৃদয়।
সরলতার সুযোগে দখল নেই মনোচর
ইচ্ছে মতো চষে বেড়াই স্বার্থের আস্বাদনে।
প্রকৃতির নিয়মে অমাবস্যা নেমে এলে
কেরোসিনের কুপি জ্বালাতে আসেনা কেউ
নিজেকে প্রহর গুনতে হয় পুর্ণিমার আশায়।
আর তোমাদের স্বপ্নের সাথী হতে চাই না
কারো মন ভুলানো দুঃখে কাঁদতে পারবোনা।
আমি ও বদলে যাবো একদিন
ঠিক তোমাদের মতো, অন্ধ মনের হাতধরে –
স্বার্থ কুঁড়াবো নিজের জন্য।
©
এম জসিম উদ্দিন
কক্সবাজার।। ৩০৩ ৩১৪০৩১