সবার প্রিয় চিত্র নায়ক সালমান শাহ যেটা পরিধান করতেন তাই হয়ে যেতো স্টাইল। পর্দায় সালমান হাসলে দর্শক হাসতো, সালমান কাঁদলে দর্শক কাঁদতো। সালমানের অভিনয়ে দর্শকেরা নিজেদেরকে খুঁজে পেতো। মৃত্যুর ২৪ বছর পরেও সবাই তাকে আইডল মানেন। একজন অভিনেতার এটাই সার্থকতা।