কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের পর ইয়াবাসহ ধৃতদের সোর্পদ করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ১৪ অক্টোবর ভোররাতে এপিবিএন পুলিশ ব্যাটালিয়ন-১৬ এর নয়াপাড়া রেজিষ্টার্ড রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রকিবুল ইসলামের নেতৃত্বে এপিবিএন পুলিশের একটি দল এইচ বøকে অভিযান চালিয়ে শেড নং-৬৪৩/৬ এর মোঃ ইলিয়াছের পুত্র জাহিদ আলম (৩৬) এবং শেড নং-১২০৭/১ এর মোহাম্মদ জাকির হোছনের পুত্র সাদ্দাম হোছনকে (২৮) ৩০০ পিস ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের পর ইয়াবাসহ ধৃতদের থানায় সোর্পদ করা হয়েছে।