ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। উত্তাল হয়ে পড়েছে ঈদগড়ের রাজপথ।
তরুন কন্ঠশিল্পী জনি দে রাজ ও মোহাম্মদ কালু হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতারসহ নিরাপদ সড়কের দাবীতে ঈদগাঁও থেকে ঈদগড়-বাইশারী পর্যন্ত যানবাহন চলাচল এবং দোকান পাঠ বন্ধ রাখা হয়। তবে ওষুধের দোকান খোলা রাখা হয়।
১৫ই অক্টোবর বৃহস্পতিবার সকালে সামাজিক সংগঠন, দোকান মালিক সমিতি, সেচ্ছাসেবী সংগঠনসহ সাধারণ মানুষ মানববন্ধনে রাস্তায় নেমে পড়ে। এ সময় আন্দোলনকারীরা ক্রাইম পয়েন্ট খ্যাত এই সড়কে বিজিবি ও পুলিশী টহল জোরদার করার দাবী জানিয়েছেন।
একইদিন বিকেলে ঈদগড় বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। বাজার কমিটির সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন,সাংবাদিক জাফর আলম জুয়েল,স্থানীয় সচেতন ব্যাক্তি শাহজাহান, আহসান, অধির দে, নুরুল আজিম,আবদু সালাম,রাজেশসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, জনি ও কালু হত্যাকারী দের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্থির দাবী জানিয়েছেন। ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নিরাপদ সড়ক নিশ্চিত করনসহ পুলিশী জনবল বৃদ্বির দাবীও জানান।