ফেনীতে সৎ ভাইয়ের বিরুদ্ধে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নাজির রোডের সামছুদ্দিন ম্যানশনে ওই শিশুকে ধর্ষণ করে।
ওই কিশোর সম্পর্কে নির্যাতনের শিকার শিশুটির সৎ ভাই। সে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
জানা গেছে, দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী গোলাম মর্তুজা সপরিবারে ফেনী শহরের নাজির রোডের সামছুদ্দিন ম্যানশনে বসবাস করে আসছেন। বুধবার ঘটনার সময় পরিবারের সদস্যদের অজান্তে শিশু বোনকে জোরপূর্বক ধর্ষণ করে। অসুস্থ হয়ে পড়লে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. ইকবাল হোসেন জানান, শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।