রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার টেকের মোড় এলাকা থেকে র্যাপিড একশন ব্যাটেলিয়নের সদস্যরা (র্যাব) দু’জন অস্ত্র ব্যবাসীকে অস্ত্রসহ আটক করেছে। আটককৃতরা হলো, মৃত খোকন দাসের ছেলে আকাশ দাশ (২৫) ও মৃত হাজী মো. ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫)।
র্যাব-৭’র হাটহাজারী ক্যাম্প বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে ওই এলাকা থেকে তাদের আটক করা হয়। আসামীদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি খালি ম্যাগজিন, ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব আরো জানায়, তাদের দু’জনের বাইরে রাউজানের বাইরে হলেও তারা সবসময় রাউজানে অবস্থান করে অস্ত্র ব্যবসা করে আসছে।