কক্সবাজার সদরের জালালাবাদে দুটি মসজিদ পরিদর্শন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ঈদগাঁওর কৃতি সন্তান লে: কর্ণেল (অব) ফোরকান আহমদ।
১৬ই অক্টোবর জুমার নামাজ আদায় করেছেন দক্ষিন পালাকাটা বদ্দ বউর জামে মসজিদে।
পরে গুলজারিয়া মাদ্রাসা মসজিদ পরিদর্শন করেন। এসময় তিনি মসজিদ দুইটির উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান।
উপস্থিত ছিলেন,জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ,মেম্বার আবু তাহের, যুবলীগ নেতা সাহেদ কামাল, এহেছানুল করিম, ফজলুল হক, হেলাল উদ্দিন,ফরিদুল আলম,মিজান এবং ডা: সাজ্জাদসহ আরো অনেকে। এমনকি বৃহত্তর ঈদগাঁওর পাঁচ ইউনিয়নকে কউকের অধীনে অন্তভুক্ত করার কথাও জানান তিনি।
উল্লেখ্য, এদিন বিকেলে মাছুয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল টুনার্মেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও রশিদনগরের নতুন বাজারে একটি পথসভায় বক্তব্য রাখেন কউক চোয়ারম্যান।