এম,জসিম উদ্দিন
উচ্চারিত একটি শব্দের কাছে
প্রতিনিয়ত হেরে যায়।
একটি নামের ভার উঠাতে পারি না
আমি বাঙ্গালি ; এ আমার আজন্ম লজ্জা।
তরতর করে খেপে উঠে বুকে শোক
মনে জাগে অজস্র শ্রদ্ধা।
আমি বলছি আজ শেখ রাসেলের কথা;
বক্তব্য গানে শ্লোগানে মাঠে ময়দানে
যখন ধ্বনিত হয় একটি নাম রাসেল!
রাসেল মানে শিশু
রাসেল মানে একজন শিশু
রাসেল মানে হাজার শিশু
রাসেল মানে বাংলাদেশ
রাসেল মানে অক্ষয় অশেষ।
©
এম জসিম উদ্দিন
কক্সবাজার।। ৩০৩ ৩১ ৪০ ৩১