Logo

কক্সবাজারে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই

কক্সবাজার প্রতিনিধি।  / ১৯০ বার
আপডেট সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

কক্সবাজারের বাঁকখালী নদীতে নৌকা ডুবিতে ২ জন নিখোঁজ হয়েছে। একজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দু্ই ব্যক্তি হলেন, শহরের নতুন বাহারছড়ার মো. ইউনুস (৩৫) ও মো. বেলাল (২২)। রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে নৌকাডুবির ঘটনাটি ঘটে।
আজ সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১ টা পর্যন্ত অনেক খুঁজেও নিখোঁজদের কোন সন্ধান পাওয়া যায় নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শখ করে রাতে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যায় মো. ইউনুস, মো. বেলাল ও আব্দু শুক্কুর।
নদীর কূল থেকে একটু দূরে যেতেই প্রবল স্রোতে তাদের বহনকারি নৌকাটি ডুবে যায়। ১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ হয়ে যায়।
স্থানীয় মাঝি-মাল্লারা বলেন, এরা পেশাদার জেলে নয়। শখের বশে নদীতে মাছ ধরতে এসে এ মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তাঁরা ৩ জন নৌকা নিয়ে যখন নদীর মাঝে চলে যায় তখন স্রোতের প্রবল বেগের কারণে নৌকা উল্টে যায়।
ফায়ার সার্ভিস কক্সবাজার এর উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ঘটনার পরেই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এখনো দুইজনের সন্ধান মেলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর