কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান ও ইমারত নির্মান বিধিমালা ১৯৯৬ বিষয়ে ঈদগাঁও থানার জনসাধারনের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
১৯ অক্টোবর বিকেলে স্থানীয় পাবলিক লাইব্ররী মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ার ম্যান ও ঈদগাঁওর কৃতিসন্তান লে: কর্নেল (অব) ফোরকান আহমদ।
উপস্থিত ছিলেন, কউকের নিবার্হী ম্যাজিস্টেট্র আবু জাফর রাশেদ,জালালাবাদ ইউপি চেয়ার ম্যান ইমরুল হাসান রাসেদ,ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম,ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক,ডা: সাইফুদ্দিন ফরাজী, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মো:আবদুল হালিম।
অংশ নেন, ব্যবসায়ী আবদুল হাকিম, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, ব্যবসায়ী নেতা কামরুল এহেচান বাবু,ঈদগাঁও বাসস্টেশন ব্যব সায়ী পরিচালনা পরিষদের আহবায়ক লুৎফুর রহমান আজাদ, মেম্বার ওসমান সরওয়ার ডিপু, মোফাচ্ছেল,কামাল উদ্দিন, ঈদগাঁও বাজার ব্যব সায়ী পরিচালনা পরিষদ নেতা রায়হান আমিন, হাসান তারেক, নুরুল আমিন, নাছির উদ্দিন, সাকলাইন মোস্তাক,সাংবাদিক কাফি আনোয়ার, এম আবু হেনা সাগর, কক্স প্যানোয়া টাইমসের সম্পাদক সাহেদ কামাল, প্রবাসী ছৈয়দ নুর, রাসেদ উদ্দিন রাসেল, ছৈয়দ মোহাম্মদ তামিম, সেচ্ছাসেবী সংগঠক ইমরান তৌহিদ রানাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এছাড়া এ মতবিনিময় সভায় অনেকে দাবী তুলে ধরেন কউক চেয়ারম্যানের কাছে।