কক্সবাজারের পেকুয়ায় সীমানা বিরোধের জেরে ছোট ভাইকে কামড়িয়ে বাম হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে দিয়েছে বড় ভাই। সোমবার (১৯অক্টোবর) দুপুরে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পুর্ব জালিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন (২৮) পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আনোয়ার হোসেন ওই এলাকার মৃত,কবির আহমদের ছেলে। আহত আনোয়ার হোসেন জানায়, কয়েকদিন ধরে আমার বসতভিটা থেকে জোর করে গাছ কেটে নিয়ে যাচ্ছে বড় ভাই নজরুল ইসলাম। সকালে গাছ কাটা নিয়ে বাকবিতন্ডা হয়। দুপুরে পাশের একটি বাড়িতে যাচ্ছিলাম। এ সময় বড় ভাই নজরুল ইসলাম আমাকে লাঠি দিয়ে পেঠাতে থাকে। এক পর্যায়ে আমাকে কামড় দিয়ে বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন করে দেয়। স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নজরুল ইসলামের স্ত্রী নুরতাজ বেগম জানায়,আমার স্কুল পড়ুয়া মেয়েকে বিশ্রি ভাষায় গালিগালাজ করে আনোয়ার হোসেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে মারপিট হয়েছে।