উখিয়া উপজেলার আওতাধীন রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোছাইন মিথুন।
রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর ফরিদ নিঝুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সম্মেলন কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রধান অতিথি বলেন, ছাত্রলীগের কর্মীদের লেখাপড়া করতে হবে। আলোর বার্তা ছড়াতে হবে।