কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সাবেক সফল কমিশনার ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য, প্রবীণ সংবাদপত্র এজেন্ট ও বিশিষ্ট ঠিকাদার মো.জয়নাল আবেদীন (প্রকাশ জয়নাল কমিশনার) আর নেই।
তিনি আজ (রবিবার) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না-ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৩) বছর।
সংবাদপত্র এজেন্ট জয়নাল আবেদীন কমিশনার বেশকিছু দিন ধরে জঠিল রোগে আক্রান্ত ছিল।
তিনি চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ড তরছঘাট এলাকার মরহুম মাষ্টার এজাহার হোসেনের পুত্র। মৃত্যুকালে তিনি ২ছেলে ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন।
আগামী কাল সোমবার সকাল ১০টায় তরছঘাটা এলাকায় সংবাদপত্র এজেন্ট জয়নাল আবেদীনের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে, সংবাদপত্র এজেন্ট জয়নাল আবেদীন কমিশনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,উখিয়া সংবাদ পত্রের এজেন্ট ও উখিয়া সংবাদ বিতানের মালিক,আমিন উল্লাহ,জাতীয় দৈনিক আমাদের নতুন সময়,দৈনিক খোলা কাগজ,দৈনিক পূর্বকোণ, দৈনিক আপন কন্ঠ, সিটিজি সংবাদ,চট্টগ্রাম নিউজ,এর উখিয়া প্রতিনিধি কায়সার হামিদ মানিক, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম আর মাহমুদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নূরুল আখের, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোর্শেদ, পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, ৬নম্বর ওয়ার্ড কাউন্সিল জিয়াবুল হক, ৮নম্বর কাউন্সিলর মুজিবুল হক মুজিব, ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবু বাবলা দেবনাথ, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল প্রমুখ।