Logo

উখিয়ায় জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ / ১৯০ বার
আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

উখিয়া উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদশর্নী অনুষ্ঠিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বদরুল আলম ও উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আফিয়া জাহান রশ্নি,এনজিও ফোরামের হাইজিন প্রমোশন অফিসার নুরেফা আরজু, বিআরডিবির উপজেলা প্রকল্প অফিসার মেহেদি হাসান, উখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মেধু কুমার বড়ুয়া, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহেদুল ইসলাম, মৌসুমি বড়ুয়া প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই করোনার সময় সবাইকে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমাদের সুস্থ থাকতে হলে উন্নত স্যানিটেশন ব্যবহার ও নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করতে হবে।

সভায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে আলোচিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন প্রধান অথিতি নিজাম উদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর