ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রফিকুল ইসলাম (৪৬) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার এ রায় প্রদান করেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম ঠাকুরগাঁও হরিপুর উপজেলার দেহট্রি গ্রামের কুতুব আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালে হরিপুর উপজেলার দেহট্রি গ্রামের কুতুব আলীর ছেলে রফিকুল একই উপজেলার ভবানন্দপুর গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। কিছুদিন পরে ওই নারী ৭ মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে রফিকুল বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর ২০০৭ সালের নভেম্বরের ২৯ তারিখে ওই অন্তঃস্বত্ত্বা বাদী হয়ে হরিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল এ মামলার রায় হয় বিচারিক আদালতে।