ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কটি দিয়ে বিভিন্ন এলাকার লোকজন চলাচল করতো। সড়কে যানবাহন ডাকাতি রোধে সড়কে লাইটিং করার উদ্যোগ গ্রহন করেন কক্সবাজারের নারী সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক। তিনি ৪টি সোলার প্যানেল (লাইটিং) বরাদ্দ দেন।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ সড়কের পাশের বন জঙ্গল পরিষ্কার করার পাশাপাশি সড়কের পাশে এসব সোলার প্যানেল স্থাপন (লাইটিং) করছে এবং জরাজীর্ণ চেক পোস্টটিত সংস্কার করছে বলে জানা গেছে।
৮অক্টোবর সকালে বাড়ি ফেরার পথে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতের হাতে নিহত হন শিশু শিল্পী জনি দে ও কৃষক মো: কালু।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মম আবদুল হালিম জানান, জঙ্গলে লুকিয়ে থেকে ডাকাতরা সড়কে যানবাহন আটকিয়ে যানবাহনে ডাকাতি করে পালিয়ে যায়। এজন্য সড়ক পথে জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা অংশে লাইটিং এর উদ্যোগ নেন কক্সবাজারের নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক। এরই ধারাবাহিকতায় ৪টি সোলার প্যানেল (লাইটিং) বরাদ্দ দিয়েছেন। লাইটগুলো স্থাপন করা হয়েছে।