ঈদগাহ পথশিশু ব্লাড এসোসিয়েশনের প্রতিষ্টাতা এডমিন ইমরান তাওহীদ রানার উপর হামলার ঘটনা ঘটেছে। তীব্র নিন্দা এবং সুষ্ট বিচার দাবী করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা।
২৭শে অক্টোবর রাত ৮টায় ঈদগাঁও ইউনিয়নের পূর্ব ভোমরিয়াঘোনা নামক স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা স্থানীয় মৃত লুতু মিয়ার পূত্র সেচ্ছাসেবী সংগঠক রানাকে মারধর করে। এই সময় তার পকেট থেকে ব্যাংকের কিস্তি, সেচ্ছাসেবী মিলন মেলা ও সংগঠনের টিশার্টের টাকা নিয়ে ফেলে। পরে তার আত্বীয়-স্বজনরা তাকে উদ্বার করে ঈদগাঁওর এক হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান পথশিশু ব্লাড এসোসিয়েশন নেতৃ বৃন্দ,বন্ধুমহলসহ স্থানীয় কজন সংবাদকর্মী।
আহত রানার সাথে কথা হলে তিনি তার উপর হামলা ঘটনায় ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করার কথা জানান।
সেচ্ছাসেবী সংগঠক রানার উপর হামলার ঘটনার সুষ্ট বিচার দাবী করেন সংগঠন সদস্যরা।