কক্সবাজারের সদর ইসলামাবাদের আনোয়ার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ১ নভেম্বর রাত ৩টার (বাংলা সময়) দিকে মক্কা জবলে নুরের রাস্তায় দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আনোয়ার মক্কা জ্বলে নূরের রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি সৌদি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। ইন্নলিল্লাহি………. রাজিউন।
তিনি ইসলামাবাদ দারুস সালাম দাখিল মাদ্রাসার দাতা সদস্য মরহুম হাজী জালাল আহমদের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে-মেয়ে, ভাই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মরহুমের ভাই তৈয়ব জালাল।