Logo

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’য় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ

মোঃ মেশবাহুল হক চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৩১ বার
আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

মা ইলিশ সংরক্ষণে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে মৎস দপ্তরের অভিযান অব্যহত রয়েছে।
মঙ্গলবার (৩’অক্টোবর) ও গত সোমবার (২’নভেম্বব) দু’দিনের অভিযানে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ জব্দ হয়েছে।
সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদ রানা জানান, মঙ্গলবার সুলতানগঞ্জ ঘাটের উজানে হাকিমপুর ঘাট পর্যন্ত অভিযানে ৪০ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার দৈর্ঘ্যর ৩টি জাল ও ২ কেজি ইলিশ জব্দ হয়। অভিযান শেষে জালগুলি সুলতানগঞ্জ ঘাটে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস কর্মকর্তা মাসুদ রানা আরও জানান,গত সোমবার বিজিবি’র সহায়তায় বাখের আলী ঘাট হতে উজানে সুন্দরপুর ও নারায়রপুর ইউনিয়নে পদ্মা নদীতে অভিযানে ৬০ হাজার টাকা মূল্যের ৩ হাজার মিটার দৈর্ঘ্যর ৪ টি জাল জব্দ হয়। জালগুলো বাখের আলী ঘাটে পোড়ানো হয়।
অভিযানগুলোতে নাচোল মৎস বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক আব্দুর রহিম, এনএটিপি-২ প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা সুমাইয়া আক্তার, পুলিশ দল ও মৎস বিভাগের কর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর