কক্সবাজার জেলার টেকনাফ বাজার এলাকায় বুধবার মধ্যরাতে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে পিক-আপ (চট্ট মেট্টো-ন-১১-৮৪৪৮) তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৬ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বুধবার বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতর গোয়েন্দা পরিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জব্দকৃত ইয়াবাগুলো পিকআপের পেছনে বক্স বাম্পারে ঝালাই করে বিশেষভাবে লুকায়িত ছিল। পিকআপটি টেকনাফ বাজারে রাখা ছিল। পিকআপে কোন চালক না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা ও পিক-আপটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।