Logo

ফ্রান্সে বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে… ঈদগাঁওতে আবারো বিক্ষোভ মিছিল,সমাবেশ

এম আবু হেনা সাগর,ঈদগাঁও / ১৭৪ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে ঈদগাঁওতে আবারো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ই নভেম্বর দুপুরে কক্সবাজার সদরের আল জামিয়া আল এমদাদিয়া আজিজুল উলুম পোকখালী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন স্বত: স্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। বিশ্ব নবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে। মুখরিত করে তোলে আকাশ বাতাস।

বিক্ষোভ মিছিলটি পোকখালী থেকে শুরু করে ঈদগাঁও বাজার হয়ে প্রদক্ষিণ করে ঈদগাঁও বাস স্টেশনে সমাবেশে মিলিত হয়।

পোকখালী মাদ্রাসার সিনিয়র শিক্ষক হোসাইন এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদে খতিব হাফেজ জহিরুল হক, পোকখালী মাদ্রাসা মুফতি আসগর হোসাইন,ডাক্তার ইউসুফ আলী,
মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম, মোহাম্মদ হোসাইন। মোনাজাত পরিচালনা করেন, পোক খালী মাদ্রাসা মুহতামিম মুফতি আজিজ উদ্দিন।

বক্তারা বলেন, ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে পুরো বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করেছে। মিছিল কারীদের হাতে প্লেকার্ডে লেখা রয়েছে ফ্রান্সের সকল পণ্য বর্জনের।

উল্লেখ্য যে, ঈদগাঁওর বিভিন্ন স্থানে মানববন্ধন, মিছিলসহ সমাবেশ অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর