চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া থেকে ৪ হাজার ইয়াবাসহ রাশিদুল ইসলাম ডালিম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ট্রাফিক পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে বারোঘরিয়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডালিম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ির আব্দুর রশিদের ছেলে।
এ বিষয়ে ট্রাফিক পরিদর্শক মো. আনিসুজ্জামান জানান, শুক্রবার বিকেলে বারোঘরিয়া ব্রিজ এলাকায় দায়িত্ব পালনের সময় ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম এক মোটরসাইকেল আরোহীকে থামান। এ সময় তার দেহ তল্লাশি করে দুটি প্যাকেটে ৪ হাজার ইয়াবাসহ ডালিমকে গ্রেফতার করে। ইয়াবা বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।