কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারের বর্তমানে অর্ধশত টাকার নিচে কাঁচা তরিতরকারী মেলানো কঠিন হয়ে পড়েছে। এ নিয়ে বিপাকে পড়েছেন নিন্মও মধ্য আয়ের লোকজন। চলমান সময়ে সবজি মিললেও তবুুুও দাম চড়া। দাম বৃদ্বি হওয়ায় সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
জানা যায়, ঈদগাঁও বাজারে লাগামহীন হয়ে পড়ছে নিত্য প্রয়োজনীয় সবজির বাজার। যার কারনে সবজি এখন সাধারণ মানুষের মরণ ফাঁদে পরিনত হয়েছে।
গতকাল তরিতরকারী বাজার ঘুরে চোখে পড়ে বটবটি ৫০ টাকা, আলু ৪৫/৫০, শষা ৫০, বেন্ডী ৬০, কচুরছড়া ৬০, মরিচ ১৮০, পেয়াজ কেজি প্রতি ৮০ টাকায় বিক্রি করছে বিক্রেতারা।
সবজি কিনতে আসা ঈদগাঁওর বিভিন্ন গ্রামাঞ্চলের কজনের সাথে কথা হলে তারা জানান, বর্তমানে সময়ে সাধারণ মানুষ বাজার করতে গিয়ে অল্প কিছু কিনে বাড়িমুখী হচ্ছেন। পছন্দের কিছু কেনার ইচ্ছা থাকলেও চড়া দামের কারনে কিনতে পারছেনা অনেকেই। এতে করে সংসার চালাতে গিয়ে চরম বেগ পেতে হচ্ছে। নিত্যপণ্যেও দাম এমন অবস্থা চলতে থাকলে খেটে খাওয়া সাধারণ মানুষ বিপদে পড়বে।