কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে আবু ছৈয়দ নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ৬ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চারা বটগাছ তলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
আবু ছৈয়দ ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের সিরাজুল হকের ছেলে। নিজ বসতঘরে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেছে বলে এক সুত্রে জানা গেছে।
স্থানীয় মেম্বার জয়নাল আবেদীন জানান, আবু ছৈয়দ রাত্রে নিজ ঘরে আত্বহত্যা করার সত্যতা নিশ্চিত করেন।
চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল জানিয়েছেন, নিজের ঘরে নিজে আত্বহত্যা করেন। তবে কি কারনে জানা যায়নি।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এসআই মিরাজ আত্বহত্যার সত্যতা নিশ্চিত করেন এবং মৃতদের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।