কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে সুশীলনের উদ্যোগে কৃষকদের নিয়ে কৃষি পণ্য সংগ্রহ শীর্ষক এক মতবিনিময় সভা ৯ নভেস্বর সকালে কালু ফকির পাড়া আদর্শ বালিকা মাদ্রাসা মাঠে এমইউপি মো: মোস্তাফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখে,কক্সবাজার সদর আ,লীগ যুগ্ন সম্পাদক বদিউল আলম আমির। বিশেষ অতিথি বক্তব্য রাখেন,চৌফলদন্ডী ইউনিয়ন আ,লীগের সভাপতি এহচানুল হক।
বক্তব্য রাখেন,এফএও কক্সবাজারের কো-অর্ডি নেটর নবীন খাঁন,মার্কেট ডেভলাপমেন্ট মোফা জ্জল হোসেন, অর্গানাইজেশন ডেভেলাপমেন্ট পলাশ কান্তি হাওলাদার ও হাসানুজ্জাম। সভা পরিচালনা করেন রিফাত।
উপস্থিত ছিলেন, পিসি সুশীলন আশরাফুল হক শহিদুল, ফুয়াদ হোসেন, হোসাইন, এস,এ,এও ডিএই কামরুল হাসান, জন্নাতুন নুর রুমা, ইউসি ইমরান উদ্দিন, সাংবাদিক এম আবু হেনা সাগর, সমাজ সেবক হাজী বজল আহমদসহ পথশিশু ব্লাড এসোসিয়েশনের এডমিন ইমরান তাওহীদ রানা। সভায় দু শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,কৃষক বাঁচলে,দেশ বাঁচবে। কৃষক
দের সময়,অর্থ সাশ্রয় করার লক্ষ্য এ আয়োজন। বিভিন্ন ক্ষেত্রে সুশীলন অবদান রেখে চলছেন।