রাজশাহীতে স্যাম্পল ওষুধ রাখার দায়ে দুইটি ফার্মেসীতে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২০ তারিখ সন্ধ্যা ছয়টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার মর্ডান হাসপাতালের দোতালায় আনোয়ারা ও বিসমিল্লাহ ফার্মেসীতে এই অভিযান চালানো হয়।
ভ্রমম্যাণ আদালত টিমটি পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক ” হাসান আল মারুফ “। তিনি আনোয়ারা ফার্মেসীকে ২৫ হাজার ও বিসমিল্লাহ ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ২২ বেশির কোম্পানীর দেওয়া স্যাম্পল (নমুনা) ওষুধ জব্দ করা হয়।
জানা গেছে- বিভিন্ন ওষুধ কোম্পানির পক্ষ থেকে চিকিৎসকদের স্যাম্পল (নমুনা) হিসেবে সরবরহ করা হয়। সেই ওষুধগুলো চিকিৎসকরা বাসায় নিয়ে আসে, পরে বিভিন্ন ফার্মেসীর লোকজনকে ডেকে বিক্রি করা হয়।
এসময় আনোয়ারা ফার্মেসীর বিক্রেতা আহসান হবিব নাজমুল সাংবাদিকদের জানায়, স্যাম্পল (নমুনা) ওষুধগুলো নিতে বিভিন্ন চিকিৎসক ডাকে। কখনও কখনও তিনি নিজেও যান ওষুধগুলো নিয়ে আসতে।
ভোক্তা সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক ” হাসান আল মারুফ ” জানান- দোকান দুটির মালিককে তিন দিনের মধ্যে এই ওষুধগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। এনিয়ে আবারও অভিযান পরিচালনা করা হবে।