মঙ্গলবার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিকেল সাড়ে ৩ টার দিকে মাটিকাটা ইউনিয়ন পরিষদের অন্তর্গত ডুমুরিয়া গ্রামস্থ জনৈক তজিম শাহ এর কলাগাছের বাগানের মধ্য হতে এক ব্যাক্তিকে ৬০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন।
গ্রেফতার কৃত ব্যাক্তি দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চক্ষুর আড়ালে লুকিয়ে মাদক ব্যবসা করে আসছেন বলে জানা যায় এবং যুব সমাজ কে ধংসের দিকে এগিয়ে দিচ্ছিলেন।
গ্রেফতার কৃত আসামি মোঃ আবুল কালাম (৫৫), পিতা মৃত মোন্তাজ আলী, সাং ডুমুরিয়া, থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহী।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ খাইরুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।