Logo

বাইশারীতে ফ্রেন্ডশিপ মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

আবদুর রশিদ , নাইক্ষ্যংছড়ি: / ১৫০ বার
আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ফ্রেন্ডশিপ মিনি বার ফুটবল টুর্নামেন্টের ২০২০ ইং এর সর্বশেষ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১নভেম্বর) বিকাল সাড়ে ৩টার সময় বাইশারী স্কুল এন্ড কলেজ মাঠে উত্তর বাইশারী ফ্রেন্ডশীপ ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেঃ আলম কোম্পানি।


উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বাহাদুর
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাইশারী প্রবাসী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক আবদুর রশিদ,
বাইশারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আবুল কালাম,সাধারণ সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক নুরুল কবির রাশেদ, বাইশারী সদর কৃষক সমবায় সমিতির সভাপতি মোঃ আমিনুল হাকিম, ইউপি সদস্য আবু তাহের,আবুল হোসেন,বাইশারী খেলোয়াড় এসোসিয়েশন এর আহবায়ক রেজাউল হক ভুট্টো শাহ জালাল সাঈদ
বাইশারী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি এস,এন,কে রিপনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আমিনুল হাকিম
উত্তর বাইশারী ফ্রেন্ডশিপ ক্রীড়া সংস্থার আহবায়ক জসিম উদ্দিন,মোঃ আনিছও মোঃ শাহীনের যৌথ পরিচালনায়।


সর্বশেষ ফাইনাল খেলায় তুফান আলী পাড়া স্টুডেন্ট এসোসিয়েশন বনাম ৬ নং ওয়ার্ড থুইলাঅং পাড়া মার্মা একাদশ মধ্যকার খেলায় ১-১ গুলে দ্বিতীয়ার্ধে ১-১ গোলে ড্র হওয়ায় সরাসরি ট্রাইবেগারে ৫-৬ গোলে তুফান আলী পাড়া স্টুডেন্ট এসোসিয়েশন জয়লাভ করেন।খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সোহেল সহকারী রেফারির দ্বায়িত্ব পালন করেন
নুরুল আমিনও শাহীন আলম সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মোঃ হোসাইন।
খেলা পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান জানান,খেলাই ১২টি টিম অংশগ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর