রাজশাহীর গোদাগাড়ীতে ২০২০-২০২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পূর্নবাসন এবং রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২০) সকাল সাড়ে এগারোটায় দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গোদাগাড়ী উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এই সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি, উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আলমগীর কবির তোতা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম সৌরভ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান,সহ বিভিন্ন ব্লকের কর্মরত মাঠ কর্মী ও বিভিন্ন শ্রেণীর কৃষকগন এই সময় উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মতিয়র রহমান।