সদরের ঈদগাঁওতে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
১৩ নভেম্বব সন্ধ্যায় ঈদগাঁও ইউনিয়নের দক্ষিন মাইজ পাড়া এলাকায় জায়গা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ সৎ ভাইদের হামলায় গুরুত্বর আহত হন মৃত সুলতান আহমদের পূত্র জালাল আহমদ, মেয়ে তান্নি আকতার ও ছেলে রাশেল উদ্দিন। আহতরা ঈদগাঁওর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা নিচ্ছে বলে জানা যায়।
খবর পেয়ে আহতদেরকে হাসপাতালে দেখতে যান ঈদগাঁও যুবলীগ সাধারন সম্পাদক রাসেল উদ্দিন রাশেলসহ নেতাকর্মীরা।
তবে আহত রাশেল এই প্রতিবেদককে জানান, সৎ ভাইদের হামলায় সুষ্ট বিচার চান তিনি।