কক্সবাজারের রামুর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের( মাউশির) অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন।
১৩ নভেম্বর শুক্রবার সকাল ১০:০০ ঘটিকার সময় বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
বিদ্যালয়ের প্রবেশদ্বারে তাকেঁ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। পরে মাউশির অতিরিক্ত সচিব তিনি বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। সভায় তিনি বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এ সময় এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজিজুল সিকদার, সচিবের ছোটভাই এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল,
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স,পরিচালনা কমিটির সদস্য নুরুল হক মেম্বার,জোয়ারিয়ানালা ইউনিয়নের যুবলীগের সভাপতি জাবেরুল কালাম আজাদসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মাউশির অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সিকদার পাড়ার মৃত জালাল আহাম্মদ চৌধুরীর মেজ সন্তান।