দেশের অন্যতম পাঠক নন্দিত দৈনিক খোলা কাগজের কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা প্রতিনিধি মোঃ নেজাম উদ্দিনের সভাপতিত্বে তারকামানের একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে সভায় প্রতিনিধিরা পত্রিকার সার্কুলেশন ও সময়োপযোগি
সংবাদের জন্য প্রশংসা করেন।
সভায় জেলার ৮ উপজেলার প্রতিনিধিরা পত্রিকার প্রচার ব্যবস্থা, বিজ্ঞাপনসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এতে অতিথি ছিলেন কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভাসিটির একাউন্স অফিসার আবদুল খালেক, সহকারী রেজিস্ট্রার এন এম জাহাঙ্গীর সেলিম।
অতিথিরা বলেন, দৈনিক খোলা কাগজের সংবাদ যথেষ্ট মানসম্মত। সে কারণে দিনদিন পাঠকপ্রিয়তা বাড়ছে। সমাজের অসহায় মানুষের কথা ও বিভিন্ন সমস্যা তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চকরিয়া প্রতিনিধি এম মনছুর আলম, উখিয়া প্রতিনিধি কায়সার হামিদ মানিক,ঈদগাও প্রতিনিধি শাহিদ মোস্তফা শাহিদ, টেকনাফ প্রতিনিধি মোঃ শহিদুল্লাহ, মহেশখালী প্রতিনিধি এম রমজান আলী, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি আবদুর রশিদ।