কক্সবাজার সদরের ঈদগাঁওতে আবারো গরু চুরির ঘটনা ঘটেছে।
১৫ই নভেম্বব রাত আনুমানিক তিনটার দিকে ঈদগাঁও ইউনিয়নের পশ্চিম ভাদীতলা এলাকার লুতুর গোয়ালঘর থেকে একটি, হাসানের দুটিসহ চারটি গরু চুরি করে নিয়ে যায় চোর সিন্ডিকেট চক্র। গরু গুলোর মূল্যে আনুমানিক ২ লক্ষাধিক টাকা হতে পারে বলেও জানা যায়।
গরুর মালিকরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাদের পালিত গরু না পেয়ে হতাশ হয়ে পড়েন।
স্থানীয় মেম্বার জিয়াউল হক ভাদীতলা থেকে গভীর রাত্রে চারটি গরু চুরির সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে বৃহত্তর এলাকায় গরু চুরির মত হীন কর্মকান্ড বন্ধ থাকলেও সম্প্রতি আবারো মাথাচড়া দিয়ে উঠেছে গরু চোর চক্র।