চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়ার সুইচগেট পুলপাড়া এলাকায় আজ মঙ্গলবার একটি পরিত্যক্ত বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
সদর থানার ওসি জানান;ধারনা করা হচ্ছে এ মহিলাটিকে ৪দিন আগেই হত্যা করা হয়েছে।এলাকা বাসীর বরাত দিয়ে ওসি আরো বলেন;এ মহিলাটি মানসিক ভারসাম্যহীন (পালগি)।এখনোও তার নাম ঠিকানা পাওয়া যায়নি,আমাদের কাজ চলমান আছে।