কক্সবাজার সদরে ইসলামাবাদে সন্ত্রাসী হামলায় শিকার আ,লীগের নেতা লুৎফুর রহমান আজাদ ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তাকেই দেখতে ছুটে যান কক্সবাজার সদর-রামু আসন সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও সংরক্ষিত নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।
ইসলামাবাদ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহ বায়ক জানান, ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন বড় ভাই। ১৪ নভেম্বর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করার জন্য হরিপুর যান। হরিপুরের উত্তর অংশ থেকে গন সংযোগ শেষে বাড়িতে ফেরার পথে অচেনা এক যুবক এলোপাতাড়ি কুপিয়েছে লুতুকে। তাৎক্ষনিক গুরুত্বর আহত লুতুকে প্রথমে ঈদগাঁও মেডিকেল সেন্টারের নিয়ে যায় সেখানে অবস্থা বেগতিক হওয়ায় তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। পরবর্তীতে তাঁর অবস্থা সংকটাপন্ন হলে তাকে ১৫ই নভেম্বর বিকেলে ঢাকায় পঙ্গু হাসপাতালে প্রেরন করে।
ঢাকায় হাসপাতালে লুতুকে দেখতে যান কক্স বাজার সদর আ,লীগের সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু, সদর যুবলীগের সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোসহ আরো অনেকে।
ভাই ফরিদুল আলম জানান, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে ইতিমধ্যে আমার ভাই জনপ্রিয়তা ধরে রেখেছেন এলাকাতে। তাঁর সাথে অতীতে কোন শক্রু নেই। কেবল জনপ্রিয় তা তার কাল হয়ে দাঁড়িয়েছেন। এতে কুচুক্রি মহল ঈর্ষান্বিত হয়ে হত্যাচেষ্টার মত ঘটনা ঘটাতে চেয়েছিল।