ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ডাঃ জামাল উদ্দিন শাহের জানাজা সম্পন্ন হয়েছে। এতে শোর্কাত মানুষের উপস্থিতি ঘটে।
১৯ নভেম্বর সকাল ১১টায় নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়।
তিনি ঈদগড ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, ঈদগডের দুইবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মরহুমের নামাযে জানাযায় বিএনপি নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেনীপেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
উল্লখ্য, ১৮ নভেম্বর বেলা ২টায় ঈদগড় খন্দকার পাড়াস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে,মেয়ে আত্নীয় স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে যান।