সমাজের অপসংস্কৃতি দূরীকরণ, সমাজকে মাদকমুক্তসহ একটি সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে ‘থাইংখালী ইমাম ঐক্য পরিষদ’ নামে একটি ইসলামি সংগঠনের আত্মপ্রকাশ করেছে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে থাইংখালী কেন্দ্রীয় স্টেশন জামে মসজিদে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে এর আত্মপ্রকাশ কার্যক্রম শুরু হয়।
এতে থাইংখালী স্টেশন জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা হাফেজ আবদুল গফুরকে সভাপতি ও থাইংখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক করা হয়।
এসময় অসংখ্য আলেম উপস্থিত ছিলেন।
পরে সমাজিক অপস্কৃতির বিরুদ্ধে সকলে একমত হয়ে সমাজে সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য অঙ্গিকারবদ্ধ হয়।