আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশু ও বুদ্ধসহ ৫ জন আহত হয়েছে। গত মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। আহতদের ২ জনকে চট্টগ্রাম ফৌজদার হাট মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্য তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হল উপজেলার পূর্ব বরৈয়া এলাকার আনু মাঝি বাড়ির শামসুল আলমের পুত্র সাইফুল ইসলাম(৯),সুবেদার বাড়ীর আবুল কাশেমের স্ত্রী ফাতেমা বেগম (৬০), একই এলাকার মো. সাকিব (১৮), আবদুর রহমান (৬৫) ও তাসফিয়া সিদ্দিকা রিহাম (৭)। আহতদের মধ্যে সাইফুল ও ফাতেমা বেগমকে চট্টগ্রাম ফৌজদার হাট মেডিকেলে ভর্তি করা হয়েছে । তাদের অবস্থা গুরুতর বলে জানাযায়। বাকী ৩ জনকে স্থানীয় একটি ক্লিনিকে টিকা দেয়া হয়েছে। আহতদের ৩ জন শিশু ও ২ জন বৃদ্ধ রয়েছে।
আহতদের স্বজন ওবাইদুল হক মানিক জানান, এলাকায় একটি পাগলা কুকুর ২-৩ দিন ধরে মানুষের উপর হামলা করছে। এ পর্যন্ত ৫ জন আহত হয়েছে। এলকার লোকজন কুকুরটাকে তাড়ালেও পরে আবার চলে আসে। তাই প্রশাসনিক হস্থক্ষেপ প্রয়োজন।