কক্সবাজার সদরের গুরুত্বপূর্ণ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের প্রধান ডিসি সড়কের উপর বাঁধ বসানোর ফলে দূর্ঘটনার আশংকা প্রকাশ করেন পথচারীরা।
অন্যদিকে বালু উত্তোলনের পাইপ বসানোর কারনে ব্যস্তবহুল যাতায়াত সড়কে বাড়ছে যানবাহনে দীর্ঘ যানজট। পথচারীদের দুর্ভোগ থামছেনা। দেখার কেউ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকে ভূমিকায়।
দেখা যায়, পুরাতন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ও ইউপি পরিষদ সংলগ্ন স্থানে প্রধান সড়কের উপর আড়াআড়ি করে বাঁধ প্রদান করা হয়। পাইপের উপরস্থ বাঁধের উভয় পাশে কংক্রিট এবং সিমেন্ট দিয়ে ঢালাই করে পাইপটিকে স্থায়ী রূপ দেয়া হয়৷
ঈদগাঁও বাজারের গুরুত্বপূর্ণ এ চলাচল সড়কে বাঁধ আর স্থাপিত বালি উত্তোলনের পাইপ উচ্ছেদ করার দাবী জানান এলাকার সচেতন জনগোষ্টি।