রাউজান হলদিয়া ইউপির উত্তরসর্তার মাওলানা নুরুল ইসলাম নক্সবন্দির ৩য় পুত্র মুহাম্মদ আবদু রহিম (খোকন)এর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টায় উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে নামাজে জানাযা অনুষ্টিত হয়।ইমামতি করেন মরহুম মুহাম্মদ আবদু রহিমের বয়োজষ্ট পিতা মাওলানা নুরুল ইসলাম নক্সবন্দি।মিলাদ কিয়াম পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত হলদিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা মনসুর আলম নেজামী।
দোয়া মোনাজাত পরিচালনা করেন উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার আরবা প্রভাসক,মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্জ আল্লামা জসিম উদ্দিন আবেদী(মা.জি.আ)।জানাযায় উপস্তিত সকলের নিকট ভাইয়ের পক্ষে ক্ষমা প্রার্থনা করেন মরহুমের মেঝ ভাই (সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) খ.ব.ম. হাসান।ফেসবুক আইডিতে একজন লিখেছেন পিতার আগে ছেলের মৃত্যু, পিতার কাঁদে ছেলের লাশ,ছেলের জানাযায় বাবার ইমামতি সত্যিকার অর্থে বড়ই ট্টাজেডি।এসবে পিতা-মাতার অন্তর নিশ্চয় ছুরমার হয়ে যাচ্ছে?
উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে আটটায় ৩৯বছর বয়সি একটি ঔষদ কোম্পানীর কর্মরত(এম আর) মুহাম্মদ আবদু রহিম(খোকন)নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।তিনি ১বছর যাবৎ মরনব্যধি ক্যাঞ্চারে ভূগছিলেন। তিনি পিতা মাতা,ভাই,বোন, স্ত্রী ও অবুঝ ২সন্তান সহ অনেক অাত্মীয়স্বজন রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের চায়া নেমে এসেছে।