সদরের পোকখালী ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মাওলানা ফরিদুল আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
২৬ নভেম্বর দিবাগত রাত দুইটায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। বৃহস্পতিবার বিকাল ৩টায় উত্তর নাইক্যংদিয়া উম্মেহানি মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযায় বিভিন্ন শ্রেনী পেশার শোকার্ত মানুষের ঢল নামে।
এতে অংশ নেন, সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল, সাবেক উপজেলা চেয়ারম্যান সলিম উল্লাহ বাহাদুর, সদর আ,লীগ সভাপতি আবু তালেব, পোকখালী আ,লীগের সভাপতি মোজাহের আহমদ,সাধারন সম্পাদক ও চেয়ারম্যান রফিক আহমদ, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলম গীর তাজ জনি, ঈদগাঁও বিএনপির সাধারন সম্পাদক এহেচানুল হক,নয়না পরিবার ট্রাষ্ট্রের সভাপতি হাসান মুরাদ আনাচ, যুবলীগ নেতা আমজাদ হোসেন, অহিদুর রহমান ইত্তেহাদ, জামাল উদ্দিনসহ আরো অনেকে।
সাবেক চেয়ারম্যান ও জনপ্রিয় নেতা মাওলানা ফরিদুল আলমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইউনিয়ন জুড়ে।