চাঁপাইনবাবগঞ্জ জেলায় আগামী ৫’ডিসেম্বর থেকে ১৭’জানুয়ারী ২০২১ পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী সকল অর্থাৎ ৩ লক্ষ ৯৩ হাজার ৭৮১ জন শিশুকে স্বাস্থ্যবিধি মেনে এক ডোজ হাম-রুবেলা (এমআর) টিকা দেয়া হবে। চলতি বছরের শুরুতে একদফা পেছানোর পর গত ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত হয়ে যায়।
বৃহস্পতিবার (২৬’নভেম্বর) সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী বলেন,নির্দিষ্ট সময়ে এমআর ক্যাম্পেইন বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। গত ১৯’নভেম্বর এ সংক্রান্ত রিপোর্টিং ও মাইক্রোপ্লানিং এর উপর একদিনের প্রশিক্ষণ দিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়। গত ২২ ও ২৩ নভেম্বের দু’দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,চিকিৎসা কর্মকর্তা(রোগ নিয়ন্ত্রণ),পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা,মেডিক্যাল টেকনোলজিষ্ট,সম্প্রসারিত টিকাদান কর্মসূচী(ইপিআই) সুপারিনটেন্ডেট,স্বাস্থ্য শিক্ষা অফিসার ও পাবলিক হেলথ নার্সদের প্রশিক্ষণ দেয়া হয়।