জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় একমাত্র আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে মাদখুর গ্রামের নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত সোমবার দুপুরে উপজেলার মাদখুর গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। গতকাল ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান। তিনি বলেন, ‘উপজেলার মাদখুর গ্রামের রবিউল ইসলাম প্রতিবেশী এক গৃহবধূকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে তার নিজ বাড়িতে ধর্ষণ করে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ রবিউলকে গ্রেপ্তার করে।’
ওসি জানান, আগামীকাল শনিবার রবিউল ইসলামকে আদালতের পাঠানো হবে।