কক্সবাজারের রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের পুর্ব মুরাপাড়ায় অভিনব কায়দায় পাহাড় কাটার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার রামু অভিযান পরিচালনা করেছেন।
২ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩:৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা।
তিনি আরো জানান, মাটি ফেলে বন বিভাগের কর্মকর্তাকে মেরে দিতে চেয়েছেন ঘাতক গাড়ির ড্রাইভার। একদিকে বন বিভাগ গাড়ি ও অন্যদিকে ইউএনও রামুর গাড়ি দিয়ে দাওয়া করে ড্রাইভার পালিয়ে গেলেও চট্রমেট্রো-অ ১৭৭ নাম্বারের গাড়ি জব্দ করা হয়।
অভিযান পরিচালনার সময় রামু থানা পুলিশ ও বন বিভাগ সহায়তা করেন
তাছাড়া রামুতে পাহাড় কাটা বন্ধ, বাল্য বিবাহ, অবৈধ বালি উত্তোলনসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি ঘোষনা করেন উপজেলা প্রশাসন রামু।