মানবতার সংগঠন বৃহত্তর ঈদগাঁও পথশিশু ব্লাড এসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরনসহ করোনা থেকে রক্ষা পেতে সচেতন করা হয়।
১০ ডিসেম্বর সন্ধ্যায় ঈদগাঁও বাসস্টেশনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে মাস্ক বিতরন করেন, এই সংগঠনের আজীবন সদস্য,গনমাধ্যমকর্মী এম আবু হেনা সাগর,প্রতিষ্টাতা ইমরান তাওহীদ রানা মডারেটর আবুল কাসেম,সদস্য ইয়াছিন আরা ফাত, মো:সাগর, আবদু রহমান। মাস্ক পেয়ে খুশি হন লোকজন।
উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে বৃহত্তর ঈদগাঁওতে নানা সামাজিক-মানবিক কাজ করে যাচ্ছেন সংগঠন।