রাতে হঠাৎ করে কক্সবাজার সদরের ঈদগাঁওতে ঘন কুয়াশায় ঝাপসা হয়ে পড়ে চারেদিক। সব চেয়ে বেশি প্রভাব পড়েছে সড়ক ও মহাসড়কে।
যার ফলে, গ্রামীন ও মহাসড়ক ছোট ছোট এবং দুরপাল্লার যান চলাচলে ব্যাহত হয়। কুয়াশায় দুর্ঘটনার আশঙ্কায় ছিলেন চালকরা। গতকাল রাত সাড়ে দশটায় চলতি শীত মৌসুমে প্রথম ঘন কুয়াশায় আচ্ছন্ন হয় বৃহত্তর ঈদগাঁও। এছাড়াও বিভিন্ন পয়েন্টেই ঘন কুয়াশার চাদর ঢেকে পড়ার চিত্রও চোখে পড়ে।
চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশনে দুরপাল্লাসহ স্থানীয় পরিবহনগুলো ধীর গতিতে চলাচল করছে। কাছাকাছি জায়গাও দেখতে পেতে হিমশিম খেতে হচ্ছে। এই প্রচণ্ড কুয়াশা চারেদিকে ছড়িয়ে যায়।
আবার সারারাত ব্যাপী পাড়া মহল্লায় বাড়ীর চালে টুপুর টাপুর কুয়াশার শব্দে শীতের আগ মনী বার্তা যেন জানান দিচ্ছে। শীত জেঁকে বসার সাথে সাথে লেপতোষক তৈরীর হিড়িক পড়েছে। শীতের সকালে আর সন্ধ্যা যেন ঠান্ড ঠান্ডা ভাব বিরাজ করছে।
কজন চালক জানান, ঘন কুয়াশায় নিমজ্জিত ঈদগাঁওবাসী। যান চলাচলতো দূরের কথা, পথ ঘাটও দেখা যাচ্ছেনা। ঠিক একই চিত্র পর দিন সকালে বেলায়ও।