পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের কিছু উদীয়মান তরুণদের সমন্বয়ে প্রতিষ্ঠিত “অগ্রপথিক সামাজিক সংগঠন” এর প্রতিষ্ঠালগ্নে কেক কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন পেকুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইমরান, পেকুয়া উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক পারভেজ উদ্দিন নিশান, ছাত্রলীগ নেতা জাহেদ, ওয়াহিদ, আনোয়ার।
সংগঠন প্রতিষ্ঠায় সমন্বয় করেছেন পারভেজ, তৌহিদুল ইসলাম সোহেল এবং আবু ওবাইদা প্রমুখ।
উদ্বোধনকালে আমিনুর রশিদ বলেন: আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সমাজ কে আমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে। জনকল্যাণমুখী যেকোনো কর্মকাণ্ডে আমার সহযোগীতা সবসময় থাকবে।